সিবিএন ডেস্ক:

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে স্থাপন করা চেকপোস্টগুলোতে পর্যটকদের তল্লাশি করে সৈকতে প্রবেশ করানো হচ্ছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজারের মিডিয়া মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, “পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ ঠেকাতে প্রচারণা চালানো হচ্ছে। ৩০ ও ৩১ ডিসেম্বর কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।”

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ২৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বিশেষ নজরদারির আওতায় রয়েছে কক্সবাজার। শহরের ১০টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “উন্মুক্ত কোনো আয়োজন না থাকলেও কয়েকটি তারকামানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন চলছে। এসব জায়গায়ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া লাইসেন্সপ্রাপ্ত সব পানশালা বন্ধ রাখা হবে।”

সাদা পোশাকে পুলিশ সদস্যরা নজরদারি চালাচ্ছে এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পর্যটকদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা স্বস্তিদায়ক হলেও, উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন বন্ধ রাখার বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।