তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ বিকেল ৫টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই উৎসব।
বিপিএল ২০২৫-এর সহযোগিতায় তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক আয়োজন।
অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এসব উদ্যোগ।
ঐতিহ্যবাহী খাবারের স্টল দিয়ে আঞ্চলিক রান্নার পরিচিতি এবং স্থানীয় ব্যবসার প্রচার।
দেশী শিল্পীদের সৃষ্টিশীলতা তুলে ধরতে শিল্প প্রদর্শনীর আয়োজন।
স্থানীয় জনগণ ও স্কুল সংগঠনের স্বেচ্ছাসেবক দল ম্যাচের আগে ও পরে পরিচ্ছন্নতা অভিযান চালাবে।
স্টেডিয়ামগুলো পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।