মো. আরকান, পেকুয়া :
পেকুয়া উপজেলায় অবৈধভাবে মাটি খননের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ সাজা দেয়া হয়েছে। এসময় তিনটি ডাম্পার ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার শিলখালী ইউনিয়নের কাচারি মোরা এলাকায় ফসলী জমিতে অবৈধ মাটি খাননের দায়ে তাদের তিনজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (৪) চার ধারায় সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে সাজা দেয় হয়। সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্টেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী রাস্ট্রীয় ভূমি আইনে এ আদেশ দেন। দন্ডিতরা হলেন, বাঁশখালী উপজেলার জলদী ২নং ওয়ার্ডের রফিক আহমদের ছেলে মোহাম্মদ শহীদ (২৪), শিলখালী ইউনিয়নের আধারঘোনা এলাকার মৃত মোঃ নরুচ্ছাফার ছেলে মোহাম্মদ কাইছার (২৭) ও বারবাকিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৪) কে একই ধারায় বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
পেকুয়া থানা পুলিশ ও আনচার সদস্যের যৌথ সহযোগিতায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় চার ঘন্টা নির্ঘুম অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন চৌধুরী বলেন, ফসলী জমিতে অবৈধ ভাবে মাটি খননের দায়ে ভূমি আইনে খননকারী ও জড়িতদের বিরুদ্ধে দণ্ডাদেশ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে জানাচ্ছি কোন ভাবেই ফসলী জমি কিংবা খাস জমিতে অবৈধ মাটি খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।