পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ পূর্ণতদন্তের দাবি জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তাঁরা এ দাবি জানান।
শহীদ পরিবারের সদস্যরা ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে তাঁরা তুলে ধরেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে কীভাবে শহীদ পরিবারগুলো মানসিক নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন। বিচারের দাবিতে কথা বলার চেষ্টা করলে তাঁদের ওপর অমানুষিক অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
শহীদ পরিবারের সদস্যরা জানান, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে তাঁদের পুনর্বাসনের দাবি মিথ্যা প্রচারণা ছিল। বাস্তবে কোনো শহীদ পরিবারকে সেখানে বাসা বরাদ্দ দেওয়া হয়নি। এছাড়া, শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়া এবং অন্যান্য প্রতিশ্রুতি এখনো রক্ষা করা হয়নি।
প্রফেসর মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, “এত বছর ধরে এ ঘটনার তথ্য গোপন রাখা অবিশ্বাস্য।” তিনি আরও জানান, “আমাদের যা কিছু ক্ষমতা আছে, তার সবই প্রয়োগ করে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করব। জাতির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করতে হবে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এছাড়া আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।