সিবিএন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় সংহতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং সংবিধানের কিছু বিষয় সংশোধনের পরামর্শ দেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের রাষ্ট্রের ভিত্তি। সংবিধান সতেরোবার সংশোধিত হয়েছে; ফ্যাসিবাদী ধারা থেকে মুক্তির জন্য কিছু সংশোধন করা যেতে পারে।”

নূর আরও বলেন, “গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার না হলে ভবিষ্যতে আরও গণহত্যা এবং ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটবে। শুধু নির্বাচন যথেষ্ট নয়; তার আগে বিচার ও সংস্কার প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে নুর সরকারের কঠোর সমালোচনা করেন এবং বলেন, “মানুষের প্রত্যাশা পাঁচ মাসে পূরণ হয়নি।”

এ সময় নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান দলের আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।