সিবিএন ডেস্ক ;
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংবিধান বাতিল এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। ভবিষ্যতে কখনো সুযোগ এলে এবং সময় আসলে জাতি চিন্তা করে দেখতে পারে।”
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে, যেখানে বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাতিলের দাবি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “তরুণরা আবেগপ্রবণ, তাদের আকাঙ্ক্ষা থাকতেই পারে। এটি তাদের তারুণ্যের উচ্ছ্বাস থেকে এসেছে। তবে এই দাবি বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব নয়। ভবিষ্যতে বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।