আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে পরিচালিত র‍্যাব ও বন বিভাগের দুই দিনের অভিযানের মুখে ডাকাতদল অপহৃত ১৯ শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা জাদিমুড়ার সালেহ আহমেদের ছেলে ওমর হাসের এবং একই গ্রামের আব্দুলের ছেলে মো. আলী।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অপহৃত শ্রমিকরা টেকনাফের জাদিমুড়া পাহাড় থেকে নিরাপদে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদ।

তিনি জানান, সোমবার সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে ১৯ শ্রমিক ডাকাতদলের হাতে অপহরণের শিকার হন। ঘটনার পরপরই র‍্যাব, পুলিশ, বন বিভাগের সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ড্রোন ব্যবহার করে অপহৃত শ্রমিক এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হয়।

অভিযানের চাপে ডাকাতদল মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়। এ সময় সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করা সম্ভব হয়। অপহৃতদের চিকিৎসা সেবা প্রদান এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ অভিযানে র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের সমন্বিত প্রচেষ্টা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি নিয়ে এসেছে।