সিবিএন ডেস্ক ;

বই বিতরণে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বই বিতরণে বাধা দিয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, আড়াই মাসে ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি বই বিদ্যালয়ে পৌঁছেছে, আরও ৪ কোটি বই পরিবহনের অপেক্ষায় রয়েছে।

এনটিসিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক ও দশম শ্রেণির সব বই ৫ জানুয়ারির মধ্যে, মাধ্যমিকের আটটি বই ১০ জানুয়ারির মধ্যে এবং সব বই ২০ জানুয়ারির মধ্যে সরবরাহের চেষ্টা করা হবে।

এ বছর প্রায় ৪১ কোটি নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন এনটিসিবি চেয়ারম্যান।