দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জানুয়ারি) দেশের অন্যান্য স্থানের মতো পেকুয়াতেও বই উৎসব উদযাপন করা হয়।
সকাল ১০টায় পেকুয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।
বেলা ১১টায় পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় এবং গভর্নিং বডির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, সমাজসেবক এম আজম উদ্দিন, পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবুল বশর, গভর্নিং বডির সদস্য রিদুয়ানুল হক, মুসলিম আজাদ, রেজাউল করিম, ফাতেমা জান্নাত মুন্নি, আজিজুর রহমানসহ শিক্ষকদের মধ্যে ইকবাল হায়দার, তাহমিনা জান্নাত, রায়হানুল হক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে নতুন বছরের প্রথম দিনে তাদের হাতে বই তুলে দিচ্ছে।” তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের নিয়মিত তত্ত্বাবধানে রাখার। পাশাপাশি মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে থেকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন দশম শ্রেণির শিক্ষার্থী আফলাক নুর কাফি ও মহিমা খাতুন মারিয়া।