প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন ‘প্রথম আলো বন্ধুসভা’। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৫ ইং ৮৭ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা এবং প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

বন্ধুসভার অঙ্গীকার:
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বন্ধুসভার সদস্যরা পূর্বের চেয়ে আরও সক্রিয় থাকবেন। বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণ এবং আলোকিত জীবন গড়ার শপথ নিয়ে বন্ধুসভা তাদের কাজ এগিয়ে নেবে।

উপদেষ্টা পরিষদ (৯ জন):
আব্দুল কুদ্দুস রানা, শামীম আকতার, মোহাম্মদ মহিউদ্দিন, কাজী মিজানুর রহমান, দিদারুল আলম রাশেদ, আরিফুর রহমান, রুহুল আমিন, মা উন টিন এবং উম্মে সাদিয়া হোসেন সিকদার।

কার্যনির্বাহী কমিটি ২০২৫:

  • সভাপতি: ফাহিম কুদ্দুস প্রিয়
  • সহ-সভাপতি: নুরুল আবছার, আবদুল নবী
  • সাধারণ সম্পাদক: উলফাতুল মোস্তফা রানা
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মারগুব মোর্শেদ, নাছির উদ্দিন সোহেল
  • সাংগঠনিক সম্পাদক: মো. তানভীরুল ইসলাম
  • সহ-সাংগঠনিক সম্পাদক: এনজেল হুদা
  • অর্থ সম্পাদক: ওগ্য মারমা
  • দপ্তর সম্পাদক: মো. রিয়াজ উদ্দিন
  • প্রচার সম্পাদক: নজরুল ইসলাম
  • পাঠাগার ও পাঠচক্র সম্পাদক: কুলসুমা ইয়াছমিন
  • সাংস্কৃতিক সম্পাদক: ম্রা মিজু হ্লাইন
  • জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক: শাহরিয়া আলম শেখলা
  • প্রশিক্ষণ সম্পাদক: সাইফুল ইসলাম
  • দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: তায়েফ বিন কাদের
  • ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: জাহিদ হাসান বিজয়
  • পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: নাজিম উদ্দিন
  • মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মিজবাবুর রহমান
  • তথ্য ও যোগাযোগ সম্পাদক: তারেকুল ইসলাম রিয়াদ
  • ম্যাগাজিন সম্পাদক: মাহিয়া রহমান
  • বইমেলা সম্পাদক: ছিং নু এ
  • কার্যনির্বাহী সদস্য: জান্নাতুল কাউসার পুতু, মোনাইমেনুল মুনতাকি, আইমন ফেরদৌসি লিমা।

সাধারণ সদস্য:
৮৭ সদস্যের এই কমিটিতে রয়েছে রেশমি সুলতানা, বদিউল আলম সোহাগ, নুছাইবা মীম, আবদুল হাকিম বোখারী, সাইফুল ইসলাম শাহেদসহ অসংখ্য প্রতিভাবান তরুণ।

বন্ধুসভার লক্ষ্য:
বন্ধুসভা ‘ভালো কাজের সঙ্গে আলোর পথে’ এগিয়ে থেকে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং আলোকিত বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাবে।