আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের পুলেরহাটে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে শুরু হওয়া মাহফিলের শেষ দিনে (৩ জানুয়ারি) বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার) থাকবো যশোরের পুলের হাটে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক জানিয়েছেন, শেষ দিনের মাহফিল উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা আশা করছেন, ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। তবে নিরাপত্তার স্বার্থে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
মাহফিলের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমি এবং আশপাশের আরও ২০০ বিঘা জমি ব্যবহার করা হয়েছে। মাঠের দৈর্ঘ্য ৮৫০ ফুট এবং প্রস্থ ৬৫০ ফুট। প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। অংশগ্রহণকারীদের সুবিধার্থে মাইক, এলইডি স্ক্রিন এবং ২ লাখ লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বক্তাদের তালিকা: প্রথম দিন (বুধবার): আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।দ্বিতীয় দিন (বৃহস্পতিবার): মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা।শেষ দিন (শুক্রবার): শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।
আয়োজকরা মনে করছেন, এ আয়োজন ইসলামের শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।