সিবিএন ডেস্ক:
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে আধা-সরকারি পত্র জারি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। পত্রে তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে তদবির করছেন, যা অনৈতিক ও তার সুনাম ক্ষুণ্ণ করছে।
পত্রে উপদেষ্টা উল্লেখ করেন, তার স্বাক্ষর জাল করে সুপারিশপত্র দাখিল করার ঘটনাও তার নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের তদবির বা আবেদন বিবেচনা না করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, কোনো প্রতিষ্ঠান বা দপ্তরে এমন ঘটনা ঘটলে তা দ্রুত উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, অন্তবর্তীকালীন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করছে এবং এই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টার এই নির্দেশনায় প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।