সিবিএন ডেস্ক ;
মহারাষ্ট্রের কোলহাপুর জেলার ৬৫ বছর বয়সি পান্ডুরং উলপে হাসপাতালে মৃত ঘোষিত হওয়ার পর জীবিত হয়ে ওঠার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ঘোষণার পর পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়ি নিয়ে আসছিলেন। পথে একটি স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে তার আঙ্গুল নড়তে দেখা যায়। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আরেকটি হাসপাতালে নিয়ে যান।
দ্বিতীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর পান্ডুরং উলপের এনজিওপ্লাস্টি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসা শেষে গত সোমবার (৩০ ডিসেম্বর) তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন।
গত বছরের নভেম্বরে ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় ২৫ বছর বয়সি বাকপ্রতিবন্ধী এক যুবককেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। চিতায় শেষকৃত্যের আগে তার শ্বাসপ্রশ্বাস ফিরে আসে।
অস্বাভাবিক এসব ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর। তবে এমন ঘটনা স্থানীয় জনগণের মাঝে বিস্ময়ের সৃষ্টি করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।