শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ ঘোষণা দেন। তিনি বলেন, “আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে না। আমি যতদিন আছি, এটি আর ফেরত আসতে দেব না।”
বুধবার রাতে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেন। আল্টিমেটামের সময়সীমা শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
সকাল ৯টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা প্রশাসন ভবন খালি করার আহ্বান জানালেও, কর্মকর্তারা বের হননি। ফলে প্রশাসন ভবনের গেটে তালা লাগিয়ে প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে আটকে রাখা হয়।
রাত ৯টা ১৫ মিনিটে উপাচার্যের কনফারেন্স কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন। এ সময় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য সালেহ্ হাসান নকীব জানান, “পোষ্য কোটা চিরতরে বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে।”
এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেন এবং প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হয়।