সিবিএন ডেস্ক
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টায় নিমতলা এলাকায়, যেখানে একটি মিনিবাস কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসের হেলপার মো. জীবন (৪৪) ও যাত্রী মো. রায়হান (২৭) নিহত হন।
অপর দুর্ঘটনা ঘটে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায়। এতে আরও ২ জন নিহত হন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে একই এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।