জুলাই বিপ্লব: ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের আন্দোলনে অবশেষে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রথমে কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হলেও পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে প্রাণ হারান শত শত ছাত্র, শ্রমিক এবং সাধারণ মানুষ।

বিপ্লবী ঘোষণা না থাকলেও, আন্দোলনকে অনেকেই বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগের পতনের তিনদিন পর অস্থায়ী সরকার গঠন হয়। প্রায় ৬ মাস পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয়। এই ঘোষণাপত্রটি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, “আমরা চেয়েছিলাম চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে ঘোষণাপত্রের সম্পর্ক থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে।” তবে রাজনৈতিক দলগুলো এ মুহূর্তে বিপ্লবী ঘোষণা পত্রের প্রয়োজনীয়তা নিয়ে সন্দিহান, বলছেন, “ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম, খুন এবং নির্যাতনের বিষয়ও অন্তর্ভুক্ত হতে হবে।”

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, “জুলাই আন্দোলনসহ বিগত ১৫ বছরের সংগ্রামের ভূমিকা তুলে ধরতে একটি ঘোষণা আসতে পারে।” অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এটা বিপ্লব হলেও আসলে এটি একটি গণঅভ্যুত্থান ছিল, এবং পরবর্তীতে এই শাসনতন্ত্রের অধীনে সরকার গঠন হয়েছে।”

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান মন্তব্য করেন, “এই আন্দোলনটির একটি ইতিহাস থাকা উচিত এবং ঘোষণাপত্রটি ভবিষ্যতে ইতিহাস হতে পারে।”

তবে বেশ কিছু রাজনৈতিক দল এবং নেতারা বাহাত্তরের সংবিধান বাতিলের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সিপাহী জনতা এবং ৭ নভেম্বরের বিপ্লবের পরেও শাসনতন্ত্র বাতিল হয়নি।” সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “সংবিধান বাতিলের চেষ্টা অস্থিরতা বাড়াবে, বর্তমানে ঘোষণাপত্রের চেয়ে জনগণের সংকট সমাধান ও নির্বাচনে মনোযোগ দেওয়া জরুরি।”

অবশেষে, সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে।