মোঃ কামাল উদ্দিন, চকরিয়া ;
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদসহ ৩ জন পুলিশ কর্মকর্তা বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।
৪ জানুয়ারি (শনিবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ, এসআই মহসিন চৌধুরী (পিপিএম) এবং এএসআই শিবল দেব-এর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
জানা গেছে, গত ডিসেম্বর মাসে অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেলসহ ৪টি অস্ত্র উদ্ধার, রেকর্ড সংখ্যক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলা তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য মহেশখালী থানার এই ৩ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ ও এসআই মহসিন চৌধুরী (পিপিএম) কক্সবাজারের বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্ব পালনকালে অপরাধ নিয়ন্ত্রণমূলক কার্যক্রম, কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলাবোধ, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে একাধিকবার পুরস্কৃত হয়েছেন।
তারা প্রতিটি কর্মস্থলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন অব্যাহত রেখেছেন। বিশেষ করে, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, ডাকাত ও সন্ত্রাসী গ্রেপ্তারে সাহসিকতার জন্য এসআই মহসিন চৌধুরী (পিপিএম) কক্সবাজার জেলায় রেকর্ড ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।