মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পিটি স্কুল স্টেশনের রুমালিয়ার ছরা জামে মসজিদ মার্কেটের দোকানদার নুরুন্নবী সওদাগর (৬৮) আর নেই। শনিবার (৪ জানুয়ারী) বিকেল ৩ টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রাইছড়া গ্রামে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী সওদাগর মরহুম উলা মিয়া ও মরহুমা মাবিয়া খাতুনের পুত্র। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনায় স্থায়ীভাবে বসবাস করতেন। নুরুন্নবী সওদাগর পিটি স্কুল রুমালিয়ার ছরা দোকান মালিক সমিতির নির্বাহী সদস্য ছিলেন। মৃত্যুকালে নুরুন্নবী সওদাগর স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। শনিবার রাত ১০ টায় বাঁশখালীর রাইছড়াতে নুরুন্নবী সওদাগরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
রুমালিয়ার ছরা দোকান মালিক সমিতির শোক :
পিটি স্কুলস্থ রুমালিয়ার ছরা দোকান মালিক সমিতির নির্বাহী সদস্য নুরুন্নবী সওদাগরের মৃত্যুতে সমিতির সভাপতি করিম উল্লাহ করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বাবুল ও প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।