সংবাদ বিজ্ঞপ্তি:
জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী দীলিপ কুমার আচার্য্যের চতুর্থ মৃত্যুবার্ষিকী ৬ জানুয়ারি। ২০২১ সালের এই দিনে (৬ জানুয়ারি) ইহজগত ত্যাগ করেন। এডভোকেট দীলিপ কুমার আচার্য্য চকরিয়া উপজেলার বরইতলী গ্রামের দূর্গা পদ আচার্য্যের পুত্র। আইনজীবী হিসেবে আদালত অঙ্গনে তিনি বেশ প্রসিদ্ধ ও প্রশংসনীয় ছিলেন।
এই আইনজ্ঞের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এডভোকেট মোঃ শফিকুর রহমানসহ অন্যান্য সহকর্মীবৃন্দ।
আত্নার প্রশান্তি কামনা করেন এডভোকেট দীলিপ কুমার আচার্য্যের স্ত্রী, পুত্রসহ পরিবারের সদস্যরা।