আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মাদক পাচারের সময় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর শুক্কুর (২১)। তিনি মিয়ানমারের মংডু শহরের নাফফোরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হ্নীলা বিওপির দায়িত্বাধীন বিআরএম-১৩ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জেলেপাড়া নাফ নদী সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলছিল।
টহলদল দেখতে পায়, নাফ নদী সাঁতরে দুই ব্যক্তি শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তের দিকে আসছেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে।
এ সময় একজনকে আটক করা সম্ভব হয়, তবে অপর ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আব্দুর শুক্কুর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছেন। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।