সংবাদ বিজ্ঞপ্তি:
নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে রামুর প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন সিকদারপাড়া সড়কে অবস্থিত জাগতিক ও দ্বীনি শিক্ষা’র সমন্বয়ে শিশুদের মেধা বিকাশের নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রামু মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা’র ২০২৫ সেশনের প্রথম সবক অনুষ্ঠান (উদ্বোধনী ক্লাস) অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি মাদরাসা অডিটোরিয়ামে সকাল ৯টায় এই সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় ২০২৫ শিক্ষাবর্ষে নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন,কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ মুহাম্মদ নোমান।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,রামু মেরংলোয়া রাহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল হাকিম,কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল মান্নান ও কক্সডিজিটাল গ্রুপের অর্গানাইজিং ডিরেক্টর ডা.শামীমুল আরশাদ।
মাদরাসার সিনিয়র শিক্ষক আবদুল মালেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
রামু জামিয়াতুল উলুম মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা কাজী এরশাদ উল্লাহ।
সবক প্রদান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই রামু সহ পার্শ্ববর্তী এলাকার সচেতন অভিভাবকদের মনে জায়গা করে নিয়েছে। তাদের আদরের সন্তানটিকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছেন আমাদের প্রতি আস্থা রেখে। আমরা সর্বদা চেষ্টা করি অভিভাবকদের আস্থার জায়গা ধরে রাখতে।তাদের আদরের সন্তানটিকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেব গড়ে তোলতে।
অনুষ্ঠানের প্রধান অতিথি,কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ মুহাম্মদ নোমান সবক প্রদানের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, তোমাদের আলোকিত মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি বিজ্ঞান,প্রযুক্তি ও অন্যান্য জাগতিক শিক্ষায়ও হতে হবে দক্ষ।
তবেই ইহকাল এবং পরকাল উভয়েই শান্তি ভোগ করতে পারবে।
প্রধান আলোচক রামু মেরংলোয়া রাহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক বলেন, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা যুগের সাথে তাল মিলিয়ে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। দক্ষ ও পরিপক্ব শিক্ষক মন্ডলি দ্বারা এখানে পাঠদান করা হয়। ফলে এই প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।