সিবিএন ডেস্ক ;

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দুই সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার (৫ জানুয়ারি) দুপুরে দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বার্তা জানান।

সালাহউদ্দিন জানান, তারেক রহমান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী অপশক্তি যেন সুযোগ না পায়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। পরিবেশ তৈরি হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।”

২০ ডিসেম্বর যুক্তরাজ্যে যান সালাহউদ্দিন। সফরকালে তারেক রহমানের সঙ্গে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি, জাতীয় নির্বাচন, এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন বলেন, “বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। পরিবেশ-পরিস্থিতি যাই হোক, আমাদের নির্বাচনী প্রস্তুতি সবসময় চলমান।”

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত ফিরে যেতে হবে। বিলম্ব করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”

সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, “সংবিধান কখনো কবর দেওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী পরিবর্ধন বা সংশোধনই হতে পারে সঠিক পথ।”

নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি তা স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, “সরকারি সহযোগিতায় ‘কিংস পার্টি’-এর মতো দল না হয়ে সুষ্ঠু ধারায় গড়ে উঠলে আমরা তা সমর্থন করব।”

নির্বাচনের রোডম্যাপ নিয়ে সালাহউদ্দিন বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত রোডম্যাপ ঘোষণা করাই হবে সরকারের জন্য উত্তম কাজ। ভাসা-ভাসা ধারণা দিয়ে সবার আস্থা অর্জন সম্ভব নয়।”

সালাহউদ্দিন বলেন, “তারেক রহমানের বার্তা ধীরে ধীরে সবাই জানতে পারবেন। আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।”

জাতীয় রাজনীতি, নির্বাচনী প্রস্তুতি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সালাহউদ্দিন আহমেদের এ বক্তব্য বিএনপির পরবর্তী কার্যক্রমের দিক নির্দেশনা তুলে ধরেছে।