সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উদ্যোগে কক্সবাজার জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনব্যাপী ভিডিপি দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার কক্সবাজার জেলায় আনন্দ শোভাযাত্রা (র‍্যালি) এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ৯টায় বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আমিনুল ইসলাম। কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা, দলনেতা দলনেত্রী এবং উল্লেখযোগ্য সংখ্যক ভিডিপি সদস্য সদস্যাদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা অফিসসহ শহরের ঝাউতলা ও লাবনী মোড় প্রদক্ষিণ করে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হয়। র‍্যালিতে বাহিনীর সদস্যরা “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” শ্লোগান দিয়ে এগিয়ে যান।

ভিডিপি দিবস- উপলক্ষ্যে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ডাক্তার ও নার্সের একটি সমন্বিত টিম অংশ নেন। রক্তদান কর্মসূচী-এর মাধ্যমে বাহিনীর ২০-২৫ জন সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন, যা বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে সরবরাহ করা হয়। জেলা কমান্ডার আমিনুল ইসলাম জানিয়েছেন রক্তদান কর্মসূচীটির মাধ্যমে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাজে মানবিক সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, “ডিডিপি দিবস শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের দিন। আজকের এই কর্মসূচীগুলি আমাদের বাহিনীর সদস্যদের দেশপ্রেম, মানবিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক।

ভিডিপি দিবসের এই কর্মসূচীগুলির মাধ্যমে আনসার ভিডিপি বাহিনী দেশের উন্নয়ন ও শান্তির লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ থাকার বার্তা দিয়েছে এবং জনগণের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও একতা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।