সংবাদ বিজ্ঞপ্তি:
দি কক্স সিটি সুপার মার্কেট দোকান মালিক সমিতির কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
এতে ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর সভাপতি, নজরুল ইসলাম চৌধুরী সহ-সভাপতি ও মোঃ আলমগীর হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৫ জানুয়ারি মার্কেটের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, রবিউল হাসান সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসাইন অর্থ সম্পাদক, মোহাম্মদ আরিফ প্রচার সম্পাদক ও আইয়ুব আপ্যায়ন সম্পাদক।
সদস্যরা হলেন, সাইফুল ইসলাম, তৌহিদ, রাশেদ, আতিক, আবু তাহের, মো. ইউনুস তাহীন, নুরুল আলম ও আব্দুল্লাহ।
কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হাসান (তুষার)।
গত বছরের ২ ফেব্রুয়ারি দি কক্স সিটি সুপার মার্কেট দোকান মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। ১১ মাস পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো।
ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও মার্কেটের উন্নয়নে নবনির্বাচিত কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করেন সাধারণ ব্যবসায়ীগণ।
সততা, জবাবদিহিতামূলক সমিতি পরিচালনায় সবার দোয়া ও পরামর্শ কামনা করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।