সরওয়ার কামাল, মহেশখালী:
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ জানুয়ারির রাতভর মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া (পাহাড়ের গহীন এলাকা) বিশেষ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মহসীন চৌধুরী (পিপিএম), এএসআই শিবল দেব, এএসআই এজাহারসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে অস্ত্র, মাদক ও নারী অপহরণের মতো অপরাধে অভিযুক্ত এবং ৬টি মামলার আসামি সরোয়ার কামাল (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি হরিয়ারছড়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ বলেন, “গত রাতে হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়ায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সরোয়ার কামালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।