ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ।
তিনি বলেন, “মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে থাকলেও এতদিন বিএসএফের বাধায় স্থানীয়রা নদীতে কাজ করতে পারত না। বিজিবি-ব্যবস্থাপনায় উভয়পক্ষের আলোচনার মাধ্যমে এ অংশ পুনরুদ্ধার করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীর সম্পদ ভোগদখল করতে পারবে।”
সংবাদ সম্মেলনের পর বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। দেখা যায়, স্থানীয়রা নদীতে মাছ ধরছেন এবং গোসল করছেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।