মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার:
কক্সবাজারে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১টার দিকে শহরের কলাতলী ১২ নম্বর ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটে তার মরদেহ পাওয়া যায়।
শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী সুলতান মাসুদ জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে আহাদ নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা-দেয়ালঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।