সিলেটের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
শায়খ মুকাদ্দাস আলী সিলেটের জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসার শিক্ষক ও শায়খুল হাদিস ছিলেন। তিনি ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারি পড়াতেন।
তার নামাজে জানাজা আজ বাদ আসর জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লামা মুকাদ্দাস আলী ১৯৩৩ সালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে তিনি মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬১ সালে তিনি মাদ্রাসার শায়খুল হাদিসের দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত একই পদে কর্মরত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।