রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কের শিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ গাড়ি উল্টে ৬ জন আহত হয়েছেন। গাড়িতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিত চক্রবর্তী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেক সড়কে শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে সেটি খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ১২ জন পর্যটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, দুর্ঘটনাটি মঙ্গলবার সকালে ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা জানান, দুর্ঘটনায় আহত ৬ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান এবং বাকি ৩ জন বিকেলে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিত চক্রবর্তী জানান, দুর্ঘটনায় আহতরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের অবস্থার এখন উন্নতি হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।