সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকায় সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হয়েছেন। নিহত সাইদুল ওই উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুপারি পাচারের সময় সাইদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, তার সঙ্গে বিএসএফ সদস্যদের কথাকাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিএসএফের গুলিতে সাইদুলের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুলের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে গুলির ধরন।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গুলিটি বিএসএফ নাকি খাসিয়ারা করেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।”
বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।