সিবিএন ডেস্ক
পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত স্থাপনের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছে মাদরাসার শিক্ষার্থীরা। তারা তাদের ঐতিহ্যবাহী মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানায়।
এসময় শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা জানান, মাদরাসার মাঠ তাদের একমাত্র পড়াশোনার জায়গা এবং সেখানে আদালত স্থাপন তাদের জন্য গ্রহণযোগ্য নয়।
এদিকে, রাতের মধ্যেই অজ্ঞাত কেউ ওই মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন দেয়। তবে ঘটনাস্থলে আগুন লাগানোর সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে আলিয়া মাদরাসার মাঠ সংস্কার কাজ শেষে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধন করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যাপক প্রতিবাদের মুখে পড়েন। সিটি করপোরেশন কর্তৃক মাঠটি দখল করার প্রতিবাদে শিক্ষার্থীরা তখনও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে শ্লোগান দিতে থাকে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।