আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন ৯ দিন পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। মুক্তিপণের টাকা জোগাতে পরিবারটি জমি বিক্রি করতে বাধ্য হয়।
টেকনাফ বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, গতকাল বুধবার (৮ জানুয়ারি) ১৫ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিনকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়।
স্বশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, জসিম উদ্দিনকে তার মুদির দোকান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।
অপহরণকারীরা প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর সঙ্গে বিভিন্ন ধরনের নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠায়। পরে ১৫ লাখ টাকা দেওয়ার পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়। জসিমের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, ভুক্তভোগী পরিবার মুক্তিপণের বিষয়টি পুলিশকে জানায়নি। তবে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।