মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
১৯৮৪ সালে কক্সবাজারে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন “কক্সবাজার এসএসসি ৮৪ এসোসিয়েশন” জমকালো আয়োজনে এসএসসি পাশের ৪১ বছর পূর্তি উৎসব পালন করবে। শুক্রবার ও শনিবার যাথাক্রমে ১০ ও ১১ জানুয়ারী ২দিন ব্যাপী এ উৎসব পালন করা হবে।
উৎসবের অন্যতম সমন্বয়ক চুরাশিয়ান ডা. বশীর আহমদ জানান, হরেক রকম বর্নাঢ্য সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে ৪১ বছর পূর্তি উৎসবের মিলনমেলা। যাতে চুরাশিয়ানদের প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন দিন দিন আরো সুদৃঢ় ও হৃদ্যতাপূণ হয়ে উঠে।
উৎসব উদযাপন কমিটির আহবায়ক চুরাশিয়ান ছৈয়দুল হক আযাদ জানান, ২ দিনের কর্মসূচীর শুরুতে কক্সবাজার শহর থেকে চুরাশিয়ানেরা স্বপরিবারে শুক্রবার ১০ জানুয়ারী ভোরে বান্দরবান শহরের উদ্দেশ্যে বাস যোগে রওয়ানা দেবেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮ টায় লোহাগাড়ার অভিজাত একটি রেস্টুরেন্টে ৪১ বছর পূর্তিতে ৪১ পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হবে। বিকেলে বান্দরবানের হিলভিউ হোটেলে পৌঁছার পর পরই থাকছে টিশার্টের জমকালো লগো উম্মোচন ও বিতরণ, ৪১ টি বিশাল আকারের বেলুন উড়ানো, সন্ধ্যায় আকাশ রঙ্গীন করে পোড়ানো হবে রং বেরং এর আতশবাজি।
উদযাপন কমিটির সদস্য সচিব চুরাশিয়ান বেলাল আহমদ জানান, শুক্রবার রাত্রে থাকবে মনোমুগ্ধকর ২ পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। আকর্ষনীয় র্যাফেল ড্র এর মাধ্যমে শেষ করা হবে শুক্রবার প্রথম দিবসের সব আয়োজন।
উদযাপন কমিটির অন্যতম সদস্য, সাবেক কাউন্সিলর চুরাশিয়ান রফিকুল ইসলাম জানান, ৪১ বছর পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে শনিবার ১১ জানুয়ারী সারাদিন থাকবে উপভোগ্য ও নান্দনিক সব আয়োজন। ভ্রমন করা হবে, বান্দরবান জেলা সদরের আকর্ষনীয় সব পর্যটন স্পট এবং ঐতিহ্যবাহী ও প্রাচীন স্থাপনায়। বান্দরবানে থাকবে চুরাশিয়ানদের পরিবারের সদস্যদের জন্য আলাদা হৃদয় ছোঁয়া অনেক আয়োজন। এসএসসি চুরাশি এসোসিয়েশনকে আরো গতিশীল ও সক্রিয় করতে হাতে নেওয়া হয়েছে-আরো বিভিন্ন ইভেন্টস।
চুরাশিয়ান জয়নাব বেগম জানান, ৪১ বছর পূর্তিতে এবারের সব আয়োজন হবে ব্যতিক্রমী, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। পরিকল্পিত আয়োজনের প্রায় ৯৫% প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, চুরাশিয়ান সৈয়দ সাহেদুজ্জামান সাহেদ। শনিবার ১১ জানুয়ারী রাতে নৈশভোজ, উপহার ও শুভেচ্ছা সামগ্রী বিতরণের মাধ্যমে ২ দিন ব্যাপী ৪১ বছর পূর্তি উৎসবের মেগা কর্মসূচী সমাপ্ত হবে বলে জানান, চুরাশিয়ান নিরুপম পাল নিরু।
চুরাশিয়ানদের ২ দিন ব্যাপী চার দশক পূর্তি উৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে চুরাশিয়ান অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বলেছেন, কক্সবাজার চুরাশিয়ানদের এবারের মিলনমেলা ও পিকনিক হবে উপভোগ্য ও মনমাতানো নান্দনিক সব আয়োজনে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।