মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী  :

বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তিসহ জুডিসিয়াল সার্ভিসের আলোকে বেতন-ভাতা চেয়ে ২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা।

এসোসিয়েশন এর কক্সবাজার জেলা সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম এবং সাধারণ সম্পাদক ও কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী’র নেতৃত্বে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর মাধ্যমে এসোসিয়েশনের জেলা শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) স্মারকলিপি ২টি প্রদান করেন।

প্রদত্ত স্মারকলিপির ২ দফা দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে- ‘বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান করা’। দ্বিতীয় দফা হচ্ছে-‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।’

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র নিয়োগবিধিসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের বিদ্যমান ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করে দীর্ঘদিনের বৈষম্য নিরসনের জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।’

স্মারকলিপি প্রদানকালে এসোসিয়েশনের অন্যান্যের মধ্যে, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার বাবুল বড়ুয়া, উচ্চমান সহকারী দেলোয়ার হোসাইন, সিজেএম আদালতের হিসাব রক্ষক রুকন উদ্দিন, জেলা জজ আদালতের দায়রা সহকারী মাহমুদুল হাসান নোমান, আপীল সহকারী মোহাম্মদ সোলাইমান, অফিস সহকারী ইমরান হোসেন, আরিফুল ইসলাম সহ কক্সবাজার জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদের কাছে প্রদত্ত স্মারকলিপি ২টি পরে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর মাধ্যমে প্রধান বিচারপতি এবং আইন ও বিচার বিভাগের সচিবের মাধ্যমে উপদেষ্টার কাছে প্রেরণ করা হয়েছে বলে সংগঠনের সভাপতি বেদারুল আলম জানিয়েছেন।