আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন,শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক পৌরসভার লামার বাজার সংলগ্ন ব্রীজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ নগদ টাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।