নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা একটি বিশেষ অভিযানে ডিমের আড়তে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার করেছেন।
১০ জানুয়ারি (শুক্রবার) রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন ৩ নম্বর রেল গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষযটি নিশ্চবত করেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জাহেদ, এসআই পারভেজ এবং সঙ্গীয় ফোর্স।
ওসি জানান, গত ২৪ আগস্ট পাহাড়তলী থানার ৩ নম্বর রেল গেট সিগন্যাল কলোনির ডিমের আড়তে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য মোহাম্মদ বাবুল (৪৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার বাবুল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট জসিমের বাড়ির মৃত আব্দুর রশিদ ছেলে। বর্তমানে তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনিতে বসবাস করেন।
পূর্বে গ্রেফতারকৃত এক আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোহাম্মদ বাবুলের নাম উঠে আসে। তাকে পাহাড়তলী থানার ডাকাতি মামলায (নং-০৪) আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।
পুলিশের এই অভিযানের ফলে গুরুত্বপূর্ণ এক ডাকাত দলের সদস্য গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।