আব্দুস সালাম, টেকনাফ:

দীর্ঘদিন পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে নোঙর করেছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মংডু থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুস শুক্কুরের কাছে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে ট্রলারটি বন্দরে এসে পৌঁছায়। সোমবার সকালে আইজিএম জমা দিয়ে মালামাল খালাস করা হয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এর আগে, গত মাসে আরও ১,৫৬০ বস্তা ফেলন ডাল টেকনাফ বন্দরে আসে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত দুই দেশের মধ্যকার বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে। এ কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্থলবন্দর ও সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা।

বন্দরের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো আমদানি-রফতানি কার্যক্রম বাড়বে বলে আমরা আশাবাদী।”

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক এনামুল হাসান জানান, “মিয়ানমারে আমাদের অনেক টাকার মালামাল আটকে আছে। বাণিজ্য প্রায় বন্ধ। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে বাণিজ্য আগের মতো সচল হবে।”

সর্বশেষ ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে পণ্যবাহী জাহাজ আসে। ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ আরাকান আর্মির দখলে যাওয়ার পর থেকে কোনও পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি।