সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের চকরিয়ায় ডাকাত ধরার অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জনের পরিবারের হাতে ঢাকার পূর্বাচল জলসিঁড়ি আবাসনে একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্জনের বাবা-মায়ের হাতে এই ফ্ল্যাটের চাবি তুলে দেন। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, কক্সবাজারের চকরিয়ায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ডাকাতি মোকাবিলায় যৌথবাহিনীর অভিযানে দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট নির্জন নিহত হন। সেনাবাহিনী তার আত্মত্যাগকে “মাতৃভূমির প্রতি চিরস্মরণীয় দায়িত্ববোধ ও নিঃস্বার্থ আত্মত্যাগ” হিসেবে বর্ণনা করেছে।
আইএসপিআরের প্রতিবেদন অনুযায়ী, চকরিয়ার পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযানের সময় লেফটেন্যান্ট নির্জন ডাকাত দলের ৭-৮ সদস্যের মধ্যে কয়েকজনকে তাড়া করেন।
তাদের ধাওয়া করার সময় একজন দুর্বৃত্ত নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে নির্জনের পরিবারকে সহায়তা হিসেবে এই ফ্ল্যাট দেওয়া হয়েছে। তার আত্মত্যাগ সেনাবাহিনীর গৌরবময় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।