সরকার এখনও জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মাহফুজ আলম বলেন, “অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। অধিকাংশ বিষয়ের ওপর একমত হলেও কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে।” তিনি আরও বলেন, “সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল তৈরি হবে এবং ঘোষণাপত্রের বিষয়বস্তু ঠিক করা হবে।”

মাহফুজ আলম জানান, গণঅভ্যুত্থানের প্রত্যাশা দলিলে প্রতিফলিত হবে এবং “আগামী নির্বাচনে যারা জয়ী হবেন, তারা এই ঘোষণাপত্রকে ধারণ করবেন” বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “তারা সব বিষয় পর্যালোচনা করে বৈঠকে আসুক। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় নেয়া উচিত হবে না।”

মাহফুজ আলম জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কেও জানান, “তাদের কোথাও ডাকা হয়নি। সর্বদলীয় বৈঠকে তাদের অংশ নেয়া জরুরি মনে করছি না।”

গত ৩১ ডিসেম্বর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয়। পরদিন, সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয় এবং সরকারের কাছে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, “বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না” এবং সরকার বিষয়টি নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করবে।