সিবিএন ডেস্ক ;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, জননন্দিত নেতা ডা. শফিকুর রহমান আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন করবেন। ওই দিন সকাল ৯:৩০টায় জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরের কর্মসূচি: বিকেলে ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, সন্ধ্যায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক, বৈঠক শেষে কক্সবাজার ত্যাগ

ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে ১৫ জানুয়ারি বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন: জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সদর সেক্রেটারি আজিজুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান

সভায় আমীরের সফর উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সফর সংক্রান্ত বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলার জনগণকে অবহিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।