মো. আরকান, পেকুয়া:
পেকুয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ১ হাজার পিস ইয়াবাসহ ১ কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বরগুনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় চকলেটের মোড়কে অভিনব কায়দায় মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাচারে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়সুত্রে জানাগেছে, হারুনুর রশিদ একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এর আগেও তিনি কক্সবাজার সদর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছে। টইটং হাজি বাজারে তাঁর একটি কুলিং কর্ণার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কুলিং কর্ণার ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।