২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন: ২৫ এপ্রিল: সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা), ২ মে: বি ইউনিট, ৯ মে: এ ইউনিট (বিজ্ঞান শাখা)
ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরবর্তীতে আরও একটি সভা করে সিদ্ধান্ত জানানো হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।