সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বৌদ্দ মন্দির সড়কস্থ ফেমাস টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত হয়েছে।
১৫ জানুয়ারী রাতে মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য এই কমিটি গঠিত হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, মোহাম্মদ আমিনুল হক সভাপতি, মোহাম্মদ হান্নান সহসভাপতি, মোহাম্মদ মহিউদ্দিন সেক্রেটারি, ফৌজিয়া চৌধুরী সহ সেক্রেটারি, নাজমুস সাকিব সিহাম সাংগঠনিক সম্পাদক, অনয় পাল অর্ণব অর্থ সম্পাদক ও দীপক দে প্রচার সম্পাদক।
এর আগে দোকান মালিক ও ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বড়বাজার বিজনেস ফোরামের সভাপতি ও মসজিদ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।
বক্তব্যে তিনি ব্যবসায়ীদের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। সেই সঙ্গে যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।