সিবিএন ডেস্ক ;

বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম পরিবর্তনের বিস্তারিত জানানো হয়।

বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নাম: নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (পূর্বে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা)।কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ)। নওগাঁ বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ)। মেহেরপুর বিশ্ববিদ্যালয় (পূর্বে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর)। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর)। শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়)। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ)। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর)। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর)। নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ)। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ)।মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম)। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়)।

এই নাম পরিবর্তনের উদ্দেশ্য স্থানীয় জনগণের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সহজাত সংযোগ স্থাপন করা।