সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ২২ জানুয়ারি, বুধবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩৭ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও সাবেক নাজেমে তালিমাত আল্লামা মুহাম্মদ আব্দুল কাইমূরী।
আলোচনা করবেন, ঢাকার বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা খুরশিদ আলম কাসেমী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, চট্টগ্রাম হাটহাজারীর আল্লামা আনোয়ার শাহ আল আযহারী, ঢাকার মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী ও সিলেটের মাওলানা মিজানুর রহমান বুখারী।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের আন্তর্জাতিক এই মহাসম্মেলনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।