সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান জানান, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার জানান, একটি ঘর থেকে আগুন শুরু হয়ে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয় রোহিঙ্গারাও আগুন নেভাতে সহযোগিতা করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।