সিবিএন ডেস্ক ;

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফনদীর মোহনায় পণ্যবাহী দুটি কার্গো বোট আটকে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে কার্গো দুটি আটকে দেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত কার্গো দুটি মুক্তি পায়নি।

আটকে থাকা কার্গো বোট দুটিতে ৩০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এর মধ্যে রয়েছে আচার, শুঁটকি, সুপারি এবং অন্যান্য পণ্য।

টেকনাফ বন্দরের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, প্রায় দেড় মাস পর ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী তিনটি কার্গো বোট রওনা দেয়। আটকের খবরে একটি কার্গো সেন্টমার্টিন দ্বীপে নোঙর করেছে। ব্যবসায়ীরা বলেন, বন্দরের বাণিজ্য কার্যক্রম প্রায় অচল। এর ফলে সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে।

গত ৮ ডিসেম্বর থেকে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ বেশ কয়েকটি এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এর পর থেকেই টেকনাফ বন্দরে মিয়ানমার থেকে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সরকারের কাছে সীমান্ত বাণিজ্য সচল করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের জলসীমায় কার্গো বোটে তল্লাশি চালানোর খবর শুনেছেন। তবে বিষয়টি তাদের জলসীমার বাইরে হওয়ায় সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।