এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী উম্মে হাফছা তুহি (১৮) নিহত হয়েছেন। একই ঘটনায় শাশুড়ি পারভীন আক্তার (৩৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তুহি আব্দুল হামিদের মেয়ে। আট মাস আগে তুহি ও শওকত হাসান মেহেদীর (২৩) বিয়ে হয়। শওকত ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। নিহতের পিতা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তুহিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত শওকত। নির্যাতন সহ্য করতে না পেরে তুহি বাবার বাড়িতে চলে আসেন।
শুক্রবার দুপুরে বাড়ির পুরুষরা জুমার নামাজে গেলে ফাঁকা বাড়িতে শওকত এসে তুহির ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তুহিকে হত্যা করে। মেয়েকে বাঁচাতে গিয়ে শাশুড়ি পারভীন আক্তারও শওকতের হামলার শিকার হন।
গুরুতর আহত পারভীন আক্তারকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের পর শওকত হাসান মেহেদী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।