সংস্কার কেবল রাজনৈতিক সরকারই করতে পারে

উপদেষ্টাদের সংস্কারের ম্যান্ডেট কে দিয়েছে – বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন

প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫ ০৩:১২ , আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৫ ০৫:৫০

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সিবিএন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন কড়া ভাষায় বলেছেন, কিছু উপদেষ্টা নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন, কিন্তু এই সংস্কারের ম্যান্ডেট তাদের কে দিয়েছে? তিনি স্পষ্ট করেন যে, দেশে প্রয়োজনীয় যেকোনো সংস্কার কেবল রাজনৈতিক সরকারই করতে পারে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপন আরও মনে করিয়ে দেন, বিএনপি বহু আগেই তাদের ৩১ দফার মাধ্যমে সংস্কারের রূপরেখা দিয়েছে।

তিনি বলেন, “বিএনপির ৩১ দফার বাইরে কোনো নতুন দফার প্রস্তাব নেই। তবে দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে যদি প্রয়োজন হয়, সেটি বিবেচনায় আনা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”

রিপন আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা কোনো সরকার জনগণের সমর্থন নিয়ে আসতে পারে, তবে দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকলে তা বিপজ্জনক। এরই মধ্যে আমরা এমন কিছু বিপদের উদাহরণ দেখতে পাচ্ছি।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক অনুষ্ঠানে বলেন, “প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগোতে পারে না।” শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা গুম-খুনের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।