সিবিএন অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসনের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “গাজায় শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় ঐক্যের ভিত্তিতে গাজায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য।” খবর আল-জাজিরা

শনিবার (১৮ জানুয়ারি) রামাল্লায় একটি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আব্বাস আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তার কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গাজার জনগণের জন্য পুনর্বাসন কার্যক্রমে অবদান রাখা এবং মানবিক সহায়তা প্রদান জরুরি।”

এদিকে, গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, প্রেসিডেন্ট আব্বাস বলেন, “গাজায় রাজনৈতিক ঐক্যের জন্য আলোচনার দরজা সব সময় খোলা। তবে একটি একক প্রশাসনের আওতায় গাজাকে পরিচালনা করতে হবে।”

গাজার সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট আব্বাস গাজায় শাসন কার্যক্রম শুরু করার বিষয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।